Connect with us
Your site title

Trending news

২০ দিন যাবত বেইলি ব্রিজ ভগ্ন দশায়।

Published

on

২০ দিন যাবত বেইলি ব্রিজ ভগ্ন দশায়। বিকল্প পথে কয়লা বোঝাই লরি আটকে যোগাযোগ বিচ্ছিন্ন। ঘটনা অমরপুর- তেলিয়ামুড়া সড়কের মাঝে নতুন বামপুর রঞ্জিত কলোনী এলাকায়। এই রাস্তায় বর্তমানে যান বাহন চলাচল বন্ধ। স্থানীয়দের অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবী ।

২০ দিন যাবত এলাকার বেইলি ব্রিজ ভগ্ন দশায় পরে আছে। বিকল্প পথে কয়লা বোঝাই লরি আটকে যোগাযোগ বিচ্ছিন্ন। অমরপুর-তেলিয়ামুড়া সড়কের মাঝে নতুন বামপুর রঞ্জিত কলোনী এলাকায় কয়লা বোঝাই লরি আটকে বিচ্ছিন্ন যোগাযোগ। বর্তমানে এই রাস্তায় কোন যান বাহন চলাচল করতে পারছে না। বৃহস্পতিবার সকাল থেকেই রঞ্জিত কলোনী এলাকায় কোন ধরনের যান বাহন চলাচল করতে পারছেনা। বহু যান বাহন যাত্রী নিয়ে রাস্তার দুই পাশে আটকে রয়েছে। সকাল থেকে এই পরিস্থিতি চলতে থাকলেও প্রশাসনের কেউ সেখানে এগিয়ে আসেনি বলে অভিযোগ যান বাহন চালকদের।

এই বিষয়ে এক অটো চালক বলেন তিনি তেলিয়ামুড়া থেকে যাত্রী নিয়ে রঞ্জিত কলোনীর দিকে যাচ্ছিলেন। কিন্তু রাস্তায় কয়লা বোঝাই গাড়ি আটকে থাকায় এই রাস্তায় যেতে পারছেন না। তবে যেভাবে রাস্তায় লরি আটকে রয়েছে তাতে করে এই রাস্তায় চলাচল অসম্ভব।

এদিকে স্থানীয়দের অভিযোগ গত বিশ দিন ধরে এই রাস্তায় যান বাহন চলাচল বন্ধ। এলাকার মানুষ এই পথে যাতায়াত করতে পারছেনা। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবী জানিয়েছেন স্থানীয়রা। তবে এই বিসয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের আধিকারিকরা কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।

Advertisement

 

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution