Connect with us
Your site title

tripuranews

বার্তমান রাজ্য সরকারের বিগত পাঁচ বছরের রিপোর্ট কার্ড প্রকাশিত।

Published

on

বার্তমান রাজ্য সরকারের বিগত পাঁচ বছরের রিপোর্ট কার্ড প্রকাশিত। উপ মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার বিশিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বর্তমান সরকার মানুষের জন্য কাজ করছে, বলে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই দিনে মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ১৩টি ভ্রাম্যমান চিকিৎসা ভ্যানের উদ্বোধন।

বর্তমান রাজ্য সরকারের পাঁচ বছর প্রায় পূর্ণ। ইতিমধ্যে রাজ্যে ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। যদিও দিনক্ষণ ঘোষণা হয়নি। এই অবস্থায় বর্তমান রাজ্য সরকারের কাজকর্মের বিগত পাঁচ বছরের রিপোর্ট কার্ড প্রকাশিত। পরিকাঠামো, অর্থনৈতিক ও শিল্প, আইন-শৃঙ্খলা ব্যবস্থা, শিক্ষা, কৃষক উন্নয়ন স্বাস্থ্য, মহিলা এবং শিশু কল্যাণ, জনজাতি কল্যাণ, পর্যটন প্রভৃতি বিষয়ে এ পর্যন্ত কতদূর উন্নয়ন ও কাজকর্ম হয়েছে সে ব্যাপারে বুধবার রাজ্য সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কারা মন্ত্রী রামপ্রসাদ পাল, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা আনুষ্ঠানিকভাবে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে বর্তমান রাজ্য সরকার মানুষের জন্য কাজ করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

আরও একধাপ এগিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন। তিনি বলেন, উন্নয়নের জন্য প্রয়াস জরুরী। আগামী দিনেও সবার জন্য সবাইকে নিয়ে কাউকে বাদ না দিয়ে এভাবেই চলবে ত্রিপুরা রাজ্য।

একই সাথে এদিন প্রজ্ঞা ভবনে প্রাণী চিকিৎসার ১৩ টি মোবাইল ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সাথে সংশ্লিষ্ট বাড়ি বাড়ি গিয়ে গো প্রজননের সদ্য প্রশিক্ষণপ্রাপ্তদের বাইসাইকেল প্রদান করা হলো। মুখ্যমন্ত্রী সহ প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস, মেয়র দীপক মজুমদার এবং দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগের বিষয়টি মুখ্যমন্ত্রীর ভাষনে প্রাধান্য পেল

Advertisement

বর্তমান রাজ্য সরকার সাধারণ মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীদের উন্নয়ন ও বিকাশে সচেষ্ট। এবং একটা দায়বদ্ধতা বজায় রেখে সরকার কাজ করছে বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত। এরই নিরিখে এদিন বর্তমান সরকারের বিগত পাঁচ বছরের রিপোর্ট কার্ড প্রকাশিত এবং প্রাণিসম্পদ রক্ষা ও উন্নয়নে মোবাইল ভ্যানের উদ্বোধন বলেও বিদ্যজনদের অভিমত।

 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution