Connect with us
Your site title

tripuranews

প্রয়াত মন্ত্রী NC দেববর্মা ছিলেন রাজ্যের জাতি জনজাতির নেতা।

Published

on

প্রয়াত মন্ত্রী NC দেববর্মা ছিলেন রাজ্যের জাতি জনজাতির নেতা।তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।বক্তা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।অপরদিকে বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিমত সারা জীবন তিনি মানুষের জন্য কাজ করে গেছেন।তাছাড়া ভাল একটা কিছু করার প্রবল ইচ্ছে ছিল মন্ত্রী NC দেববর্মার।

দীর্ঘদিন ধরেই বয়োবৃদ্ধ জনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন মন্ত্রী NC দেববর্মা।গত 31 ডিসেম্বর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় জীবীতে ভর্তি করা হয়।এবং সেখানে তার মাথায় নিউরো সার্জারি করা হয়।কিন্তু শেষ রক্ষা হয় নি।রবিবার দুপুরে মন্ত্রী NC দেববর্মা প্রয়াত হন।এরপর রাতে তার নশ্বর দেহ রাখা হয় রাজধানীস্থিত তার বাড়িতে।মঙ্গলবার প্রয়াত মন্ত্রী NC দেববর্মার নশ্বর দেহ নিয়ে আসা হয় রাজ্য বিধানসভা।এখানে প্রয়াত মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অধ্যক্ষ রতন চক্রবর্তী বিধায়ক রতন ভৌমিক শহীদ চৌধুরী সুদীপ রায় বর্মন প্রশান্ত দেব বর্মা সহ অন্যান্যরা।

এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন,প্রয়াত মন্ত্রী NC দেববর্মা ছিলেন রাজ্যের জাতি
জনজাতির নেতা।তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন,মন্ত্রী NC দেববর্মার মৃত্যুতে পাহাড় ও সমতলে একটা গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।যা এককথায় অপূরণীয়।

Advertisement


বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, সারা জীবন তিনি মানুষের জন্য কাজ করে গেছেন।তাছাড়া ভাল একটা কিছু করার প্রবল ইচ্ছে ছিল মন্ত্রী NC দেববর্মার।

 

এরপর প্রয়াত মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার নশ্বর দেহ নিয়ে আসা হয় উনার পৈত্রিক ভিটা কল্যাণপুরের উত্তর মহারানীপুরের নকশিরাই পাড়াতে।আগরতলা থেকে কল্যাণপুর এর বাড়িতে আসতেই কান্নায় ভেঙ্গে পড়েন পরিবার-পরিজনরা।এক ঝলক তাকে দেখতে ভিড় জমান এলাকার সাধারণ অংশের অগণিত মানুষ।প্রয়াতের মরদেহে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী,বিধায়ক অতুল দেববর্মা,এডিসির ইএম কমল কলই খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি শব্দ কুমার জমাতিয়া সহ সরকারী পদাধিকারীরা।রাজ্য পুলিশের তরফে দেওয়া হয় গান স্যালুট।
এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত রাজ্যের মন্ত্রী এনসি দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হয় উনার পৈতৃক ভিটা উত্তর মহারানীপুরের নকশী রাই পাড়াতেই। এদিন মন্ত্রী এনসি দেববর্মার শেষকৃত্যে ঢল নামে সাধারণ মানুষের।এবং চোখের জলে চির বিদায় জানালো রাজস্ব মন্ত্রীকে।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution