Connect with us
Your site title

tripuranews

অল্প কিছুদিনের মধ্যেই আশা কর্মীদের জন্য সুখবর আসছে।

Published

on

অল্প কিছুদিনের মধ্যেই আশা কর্মীদের জন্য সুখবর আসছে। শনিবার বছরের শেষ দিনে আশা কর্মীদের এমনটাই জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। আগরতলা টাউন হলে আশা কর্মীদের একটি সাংগঠনিক সভায় এই বার্তা দেন তিনি। এদিন কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধেও সরব ছিলেন তিনি।

শনিবার আগরতলা টাউনহলে বিবেকানন্দ বিচার মঞ্চের মজদুর মনিটরিং সেলের আশা কর্মীদের দুইটি সংগঠন অল ত্রিপুরা আসা ফেসিলেটেড এসোসিয়েশন এবং ত্রিপুরা আশা কর্মী সংঘের উদ্যোগে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আশা কর্মীদের কাজের ভূয়ষি প্রশংসা করে তিনি বলেন, যে যত বেশি কাজ করে তার তত বেশি পরীক্ষা দিতে হয়। এই ক্ষেত্রে সীতা এবং দ্রৌপদীর প্রসঙ্গ টেনে আশা কর্মীদের নিরাশ না হওয়ার জন্য আহ্বান জানান তিনি। তিনি আরো জানান, আশা কর্মীদের ব্যাপারে কোন কমিটমেন্ট তিনি করবেন না। আশা কর্মীদের বিষয়টি তিনি তুলে ধরবেন এবং তার বিশ্বাস কিছুদিনের মধ্যেই সুখবর পাবেন তারা।

 

Advertisement

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution