Connect with us
Your site title

News Tripura

একে একে তিন উপজাতি শ্রমিকের মৃত্যু

Published

on

গত ২৩-শে জুলাই শনিবার দিন সন্ধ্যা সময় সাব্রুমের দৌলবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালটিলা এলাকায় সুপ্রিম এন্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড নামক বহিঃ রাজ্যের পশ্চিমবঙ্গের বেসরকারি সংস্থাটি সাব্রুমের উপজাতি হতদরিদ্র তিন শ্রমিক প্রবল বৃষ্টির মধ্যে সাব-ঠিকেদার বিকাশ মল্লের কপাল চাপে পড়ে কোন রকম কাজের সরঞ্জাম ছাড়াই বিদ্যুতের খুঁটির লাগানোর সময় ১১০০০ বিদ্যুৎ পরিবাহী এসটি লাইনের বিদ্যুতের তার ছুটে পড়ে পিলারে। আর কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একে একে তিন উপজাতি শ্রমিকের মৃত্যু হলো ঘটনাস্থলে। ঐদিন ওই জায়গায় বিদ্যুতের খুঁটির লাইনের ছিল ১১জন। তিনজন বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়। আর বাদ বাকি ৯ জন কোনক্রমে বেঁচে যায়। লালটিলা এলাকার মানুষ এই বিপদজনক ঘটনাটি দেখতে পেয়ে সাথে সাথে সাব্রুমের দমকল বাহিনীকে খবর দেন। সাব্রুমের দমকল বাহিনীর কর্মীরা তরিগরি ছুটে গিয়ে নিহত তিন অসহায় উপজাতি শ্রমিককে সাব্রুম মহকুমা হাসপাতালের নিয়ে আসেন। গতকালকে ঐ বিদ্যুৎপৃষ্ঠ তিন শ্রমিকের মৃতদেহ সাব্রুম মহকুমা হাসপাতালে মর্গে মনাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর সংবাদ পরিবেশিত হওয়ার পর অবশেষে শীত ঘুম ভাঙলো পশ্চিমবঙ্গের সুপ্রিম এন্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড নামক এই বহিঃ রাজ্যের সংস্থাটির । চার দিন যাবত তিন অসহায় শ্রমিকের মৃত পরিবারের সাথে কোন রকম যোগাযোগই করেনি। মঙ্গলবার ঐ বেসরকারি কোম্পানির মনু বাজার ব্রাঞ্চের ম্যানাজার দুর্গেশ্বর শর্মা সাব্রুমের SDPO কার্যালয়ে আসেন। শুরু হয় গোল টেবিল বৈঠক ।ঐ সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত তিন পরিবারের লোকজন সহ সাব্রুমের বিশেষ একটি মহল এবং এছাড়া ঐ গোল টেবিল সভাতে উপস্থিত হন শাসকদলের দুই চুনৌপুটি নেতাও।জানা গেছে ঐ সভাতে দীর্ঘ টানা তিন ঘন্টা আলোচনার পর দরদামের কষাকষিতে বিদ্যুৎপৃষ্ট নিহত তিন অসহায় হতদরিদ্র শ্রমিকের মাথাপিছু ধার্য্য হয় আড়াই লক্ষ টাকা । আর এই গোল টেবিলের খবর সাবরুমের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে বুদ্ধিজীবি মহলে ছিঃ ছিঃ ছিঃ রব উঠেছে। সচেতন মহলের বক্তব্য মৃত সঞ্জীব ত্রিপুরা র পরিবারে চারজন রয়েছে।মৃতহৃদয় ত্রিপুরা র স্ত্রী গর্ভবতী এবং বর্তমানে আর্থিক সংকটে আছে।এবং মৃত উপেন্দ্র ত্রিপুরার দুটি পুত্র সন্তান রয়েছে। সকলে বলতে শুরু করেছে তিন অসহায় নিহত শ্রমিকের স্ত্রী পুত্র মেয়ে নিয়ে এ হতদরিদ্র পরিবারগুলির কি হবে।আর এই নিয়ে সাব্রুম মহাকুমারের বিভিন্ন রাজনৈতিক মহলে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই নিয়ে সাব্রুম মহাকুমা সিপিআইএম বিভাগীয় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের নিকট নিহত তিন শ্রমিকের ন্যায্য পাওনা জন্য সরব হয়।
আবার অন্যদিকে সাব্রুমে ভারতীয় মজদুর সংঘের কমিটির তরফ থেকে অভিযোগ তুললেন বহিঃ রাজ্যের বেসরকারি সংস্থাটির বিরুদ্ধে।
আর এই গোল টেবিলের খবর সাবরুমের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে বুদ্ধিজীবি মহলে ছিঃ ছিঃ ছিঃ রব উঠেছে।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution