Connect with us
Your site title

Politics

ভারতীয় জনতা পার্টির যোগদান সভায় তিপ্রা মোথার বাধা দান ঘিরে লঙ্কাকাণ্ড

Published

on

তৈদু বাজারে ভারতীয় জনতা পার্টির যোগদান সভায় তিপ্রা মোথার বাধা দান ঘিরে লঙ্কাকাণ্ড। দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ। এলাকায় চাপা উত্তেজনা,পরিস্থিতি সামাল দিতে বাজারে প্রচুর পুলিশ মোতায়েন।

মঙ্গলবার দুপুরে তৈদু বাজারের কমিউনিটি হলে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। কিন্তু সেই যোগদান সভাকে বানচাল করতে সকাল থেকেই ময়দানে নামে তিপ্রা মোথার কর্মীরা এই অভিযোগ বিজেপি কর্মীদের। সেই সভায় উপস্থিত থাকার কথা ছিল বিজেপির সহ সভাপতি পাতাল কন্যা জমাতিয়া এবং সাংসদ রেবতী ত্রিপুরা। দুই নেতা নেত্রী যাতে এলাকায় না আসতে পারেন এর জন্য আগে থেকেই মূল সড়ক অবরোধ করে তিপ্রা মোথার কর্মীরা। সেখানে বসে গো ব্যাক পাতাল কন্যা বলে শ্লোগান দিতে থাকে তিপ্রা মোথার কর্মীরা। যথারীতি পাতাল কন্যা এবং রেবতী ত্রিপুরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে শেষ পর্যন্ত নিরাপত্তার প্রশ্নে পুলিশ তাদেরকে সেখানে যেতে দেয়নি।
এদিকে যোগদান সভা বানচাল করতেই দুই দলের কর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ।পরিস্থিতি সামাল দিতে পুলিশ এগিয়ে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বাক বিতণ্ডা, চলে ধস্তাধস্তি। ঘটনা সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে। সঙ্গে সঙ্গেই আশে পাশের সমস্ত দোকান পাট বন্ধ হয়ে যায়।

তবে কি কারণে পাতাল কন্যাকে সভা করতে দেয়নি তিপ্রা মোথার কর্মীরা তাদের কাছ থেকেই শোনা যাক।

Advertisement

ঘটনাকে কেন্দ্র করে দুপুর থেকে রাত পর্যন্ত তৈদু বাজারে চরম উত্তেজনা প্রত্যক্ষ করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার সহ গোটা এলাকায় প্রচুর পুলিশ, টিএসআর মোতায়েন করা হয়েছে

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution