Connect with us
Your site title

News Tripura

স্পষ্ট নির্দেশ রাজ্যের শিক্ষামন্ত্রীর

Avatar photo

Published

on

করুনা আবহে কলেজের সেমিস্টারের পরীক্ষা স্থগিত রাখা এবং অনলাইনে চালুর দাবিতে ইকফাই‌ বিশ্ববিদ্যালয় এবং টিপস এর ছাত্র ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। একই দাবিতে মঙ্গলবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীন রাজ্যের কয়েকটি কলেজের ছাত্র-ছাত্রীরা করুনা আবহে আপাতত পরীক্ষা স্থগিতের দাবিতে উচ্চশিক্ষা অধিকর্তা নিকট ডেপুটেশন প্রদান করে। ছাত্র-ছাত্রীদের বক্তব্য্য হল, স্বাভাবিক নিয়মে এক সেমিস্টারের পরীক্ষার জন্য তারা চাঁর থেকে পাঁচ মাস সময় পেতেন।

কিন্তু করুণা আবহে তারা এখন মাত্র আড়াই মাস সময় পাচ্ছেন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিশেষ করে অনার্স এর ছাত্র ছাত্রীরা পরীক্ষার সিলেবাস কোনমতে শেষ করতে পারছেন না। কারণ করুণা‌ আবহে তারা বর্তমানে সঠিকভাবে পড়াশোনা করতে পারছেন না। তাই তারা আপাতত পরীক্ষা স্থগিত ‌‌ রাখার দাবি নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তার সাথে দেখা করতে এসেছেন।

এদিন সেমিস্টারের পরীক্ষা আপাতত স্থগিত রাখার দাবিতে রাম ঠাকুর কলেজ উইমেন্স কলেজ এবং উদয়পুর কলেজের প্রায় 70 জন ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা অধি কর্তা র কাছে ডেপুটেশন প্রদান করেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় সব কটি মহা বিদ্যালয় এর ছাত্র ছাত্রী এই দাবিতে শামিল হতে যাচ্ছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে উচ্চশিক্ষা দপ্তর সংশ্লিষ্ট বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার।

Advertisement

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution