-গত দুর্গা পূজার বিজয়া দশমীর পরদিন অর্থাৎ ঘোল অক্টোবর রাতে পাথারকান্দি~আছিমগঞ্জ বাইপাস সড়কে দুটি ছোট বাহনের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়।পরবর্তিতে স্থানীয় পুলিশ তদন্তে নেমে একটি বাহনের মালিকের কাছ থেকে প্রণামী বাবদ দুটি পর্যায়ে মোট সাত হাজার টাকা আদায় করে বলে অভিযোগ।আর এসব লেনদেনের দৃশ্য গোপন ক্যামেরায় কৌশলে ধারন করে নেন এক ব্যক্তি।উক্ত ভিডিওটি গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।ভিডিওটিতে দেখা যাচ্ছে পাথারকান্দি থানার এক পুলিশ কর্মী দর কষাকষির পর উৎকোচ নিচ্ছেন এক ব্যক্তির হাত থেকে।পাশে দাড়িয়ে রয়েছেন আরেক পুলিশ কর্মী সহ জনাকয় গাড়ির মালিক পক্ষের লোক।