Connect with us
Your site title

Tripura news

উমাকান্ত একাডেমির প্রতিষ্ঠা দিবস পালন

Avatar photo

Published

on

রাজ্যের ঐতিহ্যমন্ডিত বিদ্যালয়গুলোর অন্যতম উমাকান্ত একাডেমি। বহু আগেই শতবর্ষের প্রাচীনত্বর মাইলফলক অতিক্রম করেছে এই রাজন্য স্মৃতিবিজড়িত বিদ্যালয়। রবীন্দ্র চরণ স্পর্শ ধন্য একাডেমির ১৫ই ডিসেম্বর প্রতিষ্ঠা দিবস। দিনটি পালনে উমাকান্ত এলামনি এদিন উমাকান্ত একাডেমিস্থিত পুনর্নির্মিত রবীন্দ্র মূর্তির পাদদেশে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল। অনুষ্ঠান শুরুর আগেএলামনির পরিচলন কর্তা সদস্যরা সহ অন্যান্য বিশিষ্টরা হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্য প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত সহ অন্যান্য প্রয়াতঃ সেনানীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

“আমাদের স্কুল আমাদের ফিরিয়ে দাও”। এই শ্লোগানকে সামনে রেখে কার্যত ঐদিনের গোটা অনুষ্ঠানের আয়োজন। কেন এই স্লোগান এর প্রেক্ষাপট ব্যাখ্যা করলেন উমাকান্ত এলামণির সভাপতি সন্দীপ দত্ত চৌধুরী। অনুষ্ঠানে রাজ্যের স্বনামধন্য সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করলেন। সে মনোজ্ঞ পরিবেশনা ভরপুর উপভোগ করলেন উপস্থিত সাধারণ।রবীন্দ্র চরণ স্পর্শ ধন্য উমা কান্ত একাডেমি। তাই একাডেমির বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে সুরেলা রবীন্দ্রসঙ্গীতের মাধুর্যে উদ্বেলিত হল উপস্থিত সবার মন প্রাণ। সেইসাথে ১৩২ বছরে পা রাখল রাজন্য স্মৃতিবিজড়িত রবীন্দ্র চরণ স্পর্শ ধন্য উমাকান্ত একাডেমি। সূচিত হলো উমাকান্ত একাডেমির নতুন যাত্রা পথ।

Advertisement

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution