Connect with us
Your site title

Uncategorized

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে দৈনিক করোনা সংক্রমণ কমছে

Avatar photo

Published

on

গোটা বিশ্বের সাথে ভারতেও যেন বাড়ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের দাপট।তবে আশার আলো, পাল্লা দিয়ে সুস্থতার পথেও তরতরিয়ে এগোচ্ছে আক্রান্তরা ।স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে দৈনিক করোনা সংক্রমণ কমছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩৫০ জন।এই সময়ে করোনার বলি হয়েছেন ২০২ জন। গতদিনে এই সংখ্যাও ছিল তিন শতাধিক। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৯৭৩ জন।তবে পরিসংখ্যান অনুসারে বর্তমানে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা মোট ৩৮।


তবে দেশে কমেছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। যা এই মুহূর্তে তা ৯১ হাজার ৪৫৬। তবে নতুন করে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন স্ট্রেন। এখনও পর্যন্ত দেশের প্রায় ৬ টি রাজ্যে তা ছড়িয়েছে, আক্রান্ত হয়েছেন ৩৮ জন।আক্রান্তরা সবাই বিদেশ ফেরত। নয়া স্ট্রেনের দাপট রুখতে নতুন কোভিড গাইডলাইন জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। এর মধ্যে কলকাতা-সহ দেশের ২৭টি জেলাকে সংক্রমণপ্রবণ বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।তবে করোনাকে যুদ্ধে হারাবার জন্য দেশে টিকাকরণ কর্মসূচি চলছে জোরকদমে। এখনও পর্যন্ত ১৩৩ কোটি ১৭ লক্ষ ৮৪ হাজার ৪৬২ জন টিকা পেয়েছেন।

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution