Connect with us
Your site title

corruption

একই পরিবারের নামে দুটি রেগার জব কার্ড !? এই খবরকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য!

Avatar photo

Published

on

মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত তুইকর্মা এডিসি ভিলেজে হাজরাবাড়ী বিলাই হাম চৌহমুনী এলাকায় 5 লক্ষ 11 হাজার টাকা ব্যয়ে প্লে-গ্রাউন্ড এর ল্যান্ড লেবেলিং এর কাজ শুরু হয়। তাতে 100 জনের অধিক রেগা শ্রমিকদের রেগা কাজে জন্য নিয়োজিত করে ।এদিকে 100 জন শ্রমিকদের মধ্যে একই পরিবারের ধর্মঞ্জয় রিয়াং এবং তার স্ত্রী সাবু দেববর্মা রিয়াং নামে জব কার্ড প্রদান করেছে প্রশাসন। এমনকি এ কাজের জন্য এফ টি ও এর মাধ্যমে রেগার পারিশ্রমিক পেয়ে যায়।

অভিযোগকারীর বক্তব্য সংশ্লিষ্ট রেগার কাজে দায়িত্ব প্রাপ্তদের এই বিষয়ে অবগত করেছেন বটে, কিন্তু এর সদুত্তর পাননি। এদিকে এই ঘটনা সংশ্লিষ্ট এলাকায় অন্যান্য শ্রমিকদের মধ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিষয়টির জন্য কে্ দায়ী ? সংশ্লিষ্ট ব্লক প্রশাসনই কি করছে।দাবি উঠেছে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হোক ব্লক প্রশাসন তরফ থেকে।

 

Advertisement

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution