Connect with us
Your site title

Country news

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরে পূজা করবেন যা ভারতের 51হাজার জায়গায় বড় পর্দায় দেখানো হবে

Avatar photo

Published

on

ভারতীয় জনতা পার্টি সিপাহীজলা জেলার কমিটির নেতৃত্বরা সোনামুড়া মহকুমামেলাঘর অটল ভবনে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন ।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সম্পাদক রতন ঘোষ, সিপাহী জলা জেলার দক্ষিণ অংশের ভারতীয় জনতা পার্টির সভাপতি দেবব্রত ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টির জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ আরো উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রণবীর সাহা ও অন্যান্যরা।

মূলত সাংবাদিক সম্মেলনের বিষয় ছিল আগামী ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উত্তরপ্রদেশের কাশির বিশ্বনাথের মন্দির বা ধামে পূজা করবেন এবং নতুনরূপে বিশ্বনাথ মন্দিরকে পুনঃ নির্মাণ করছেন এই উদ্দেশ্যে BJP সিপাহীজলা জেলার বিভিন্ন ক র্মসুচির ঘোষণা দেওয়া হয় সাংবাদিক সম্মেলনে।ভারতীয় জনতা পার্টির প্রদেশ সম্পাদক রতন ঘোষ বলেন 13 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের কাশিতে বিশ্বনাথের মন্দিরে পূজা করবেন। এবং তা ভারতের 51হাজার জায়গায় বড় পর্দায় দেখানো হবে এবং এই পূজা-অর্চনা কে কেন্দ্র করে ত্রিপুরার সাংগঠনিক দিক থেকে 10 জেলার এবং 60 টি মন্ডলের মন্দির মঠ আশ্রমে তার তার সম্প্রচার করা হবে।পাশাপাশি তিনি এদিন অন্যান্য বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন।

Advertisement

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution